আপনাকে গোপনে ঈর্ষা করে কারা বুঝবেন যেসব লক্ষণে

গোপনে ঈষা

লাইফস্টাইল ডেস্ক : পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে ও আত্মিক শান্তিতে আপনি একজন সফল মানুষ। যার ফলে ঈর্ষাণ্বিত কিছু চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যারা আপনাকে ঈর্ষা করেন, তাদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাদের ঈর্ষা গোপন। এদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না।

গোপনে ঈষা

তবে কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাতুরদের। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে কারা আপনাকে গোপনে হিংসা বা ঈর্ষা করে-

১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি তোষামোদকারী মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষা বাস করে।

৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।

৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান। এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসার জাল বুনে চলেছেন।

৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজব ছড়ানো ব্যক্তিকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন।

সর্দি-ঠান্ডা-কাশি এড়াতে নিয়মিত খান এসব খাবার

৬. কেউ আপনাকে অজাচিত উপদেশ দিলে মনে করবেন সেই ব্যক্তি গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।