আপনার ঘর ৩০ সেকেন্ডে ঠান্ডা, ৬০ সেকেন্ডে হবে গরম

ঘর ঠান্ডা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে প্রযুক্তি অনেকটাই উন্নত। তাই তো গরমকালের এসি শীত-গরম দুই মৌসুমেই ব্যবহার করা যাচ্ছে। আধুনিক প্রযুক্তির এমনই এক এসি বাজারে নিয়ে এসেছে চীনা টেক জায়ান্ট শাওমি। শাওমির এই এসি ঘর একইসাথে ঠান্ডা এবং গরম করতে সক্ষম। শাওমির নতুন এসির মডেলের নাম জায়েন্ট পাওয়ার সেভিং প্রো ১.৫ এইচপি

ঘর ঠান্ডা

শাওমি জানিয়েছে, তাদের নতুন মডেলের এসি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ঠান্ডা এবং মাত্র ৬০ সেকেন্ড ঘরকে গরম করতে পারবে। বিদ্যুৎ খরচও খুবই কম।

এই এসিতে ব্যবহৃত কম্প্রেসর হাই-স্পিডে কাজ করতে সক্ষম। ফাস্ট কুলিংয়ের জন্য রয়েছে ক্রস ফ্লো ফ্যান। পাশাপাশি রয়েছে এআই ভয়েস কন্ট্রোল সিস্টেম। যার মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠের মাধ্যমে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন।

শাওমির নতুন ফাস্ট কুলিং এসি বর্তমানে শুধু চীনের বাজারেই পাওয়া যাচ্ছে। কবে নাগাদ বিশ্ব বাজারে আসবে তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, খুব দ্রতই বিশ্ব বাজারে সরবরাহ করা হবে।

একটি লিচুর দামই ১৮ টাকা

চীনের বাজারে এসিটির দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ হাজার টাকার মতো।