বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কল্পবিজ্ঞানে অনেকেই উড়ন্ত বাইকের কথা পড়েছেন, শুনেছেনও হয়তো। এবার বিজ্ঞানের বইয়ের পাতা থেকে বাস্তবে এলো সেই উড়ুক্কু বাইক। লাজারেথ মটো ভোলান্টে এলএমভি ৪৯৬ নামে এই বাইক বাজারে এসেছে। বাইকের নাম যতটা বড় ততই আধুনিক এটির প্রযুক্তি। দিতে পারে ১০০ কিলোমিটার রেঞ্জ। এই বাইক তৈরি করেছে ফ্রান্সের একটি কোম্পানি।
বাইক যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছেন তার নাম লুডোভিক ল্যাজারেথ। অক্টোবর মাসে কাতারের দোহাতে অনুষ্ঠিত জেনেভা মোটর শোতে এমন অত্যাধুনিক মেশিন সামনে আনা হয়। অক্টোবর ১৪ তারিখ পর্যন্ত চলবে এই মোটর শো। জানা গিয়েছে, আপাতত এটির মাত্র পাঁচটি ইউনিট তৈরি করবে ফ্রান্সের প্রতিষ্ঠান। এর আগেও বাইকের একটি প্রোটোটাইপ এনেছিল তারা। যেখানে ছিল ৪৭০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাসেরেটি ইঞ্জিন। তবে নতুন মডেলে রয়েছে ইলেকট্রিক ব্যাটারি যা ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
সুইচ টিপলেই উড়বে
সাধারণ মোটরসাইকেলকে উড়ন্ত মোটরবাইকে রূপান্তর করার মাঝে দূরত্ব শুধু একটা সুইচের। যা প্রেস করলেই বাইক তার পাখনা মেলে উড়তে শুরু করবে। চাকার ফাঁক থেকে বেরিয়ে আসবে চারটি জেট ইঞ্জিন। মিনিটের মধ্যেই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে মোটরসাইকেল।
জেট ইঞ্জিনগুলো সম্মিলিত ভাবে ১৩০০ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। বাইকের রয়েছে জ্বালানি ট্যাংকও। যা পরিপূর্ণ করলে ১০ মিনিট পর্যন্ত বাতাসে ভেসে থাকা যাবে। বর্তমানে বাইকটি সর্বোচ্চ ৩.৩ ফুট পর্যন্ত বাতাসে ভাসতে পারে বলে জানিয়েছে সংস্থা। যদিও, আগামী দিনে এই উচ্চতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে তাদের। হাওয়ায় থাকার সময় বাইকে থাকা ডিসপ্লেতে দেখা যাবে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। যেমন – বাইকের পজিশন, গতি, উচ্চতা ইত্যাদি। উড়ন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করা যাবে হ্যান্ডেলবারে থাকা জয়স্টিকের মাধ্যমে।
ঘরে সুন্দরী স্ত্রী থাকতেও অন্য নারীর প্রেমে কেন গলে যান পুরুষরা
উড়ন্ত মোটরবাইকের দাম কত?
আপাতত এটির মাত্র চারটি ইউনিট বিক্রির জন্য ছেড়েছে ফরাসী প্রতিষ্ঠানটি। লাজারেথ মটো ভোলান্টের দাম রাখা হয়েছে ৫০ হাজার ডলার। প্রতিটি মোটরসাইকেল দেওয়া হবে একটি করে ইউনিক সিরিয়াল নম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।