বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করেন নিয়মিত। এমনকি যখন যেটা দরকার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছেন। তবে এর মধ্যে অনেক অ্যাপ আছে যেগুলো ক্ষতিকর ফোনের জন্য। তবে এখন গুগল আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ভালো আর কোন অ্যাপ খারাপ।
অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোড অ্যাপ ব্যবহার করতে দিতে এত দিন নারাজ ছিল গুগল। এই নিয়ে ব্যবহারকারীদের একাধিক বার সাবধানও করেছে তারা। সাইডলোড অ্যাপের অর্থ হল থার্ড পার্টি অ্যাপ। এখন থেকে অ্যান্ড্রয়ডে সাইডলোড অ্যাপ স্ক্যান করবে গুগল।
গুগল প্লে স্টোর থেকে অনেকেই বিভিন্ন কারণে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। যা ফোনের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় এসব ভুয়া অ্যাপ থেকে ম্যালওয়্যার ছড়ায় হ্যাকাররা। এরপর ফোনের ব্যক্তিগত নানান তথ্য হ্যাক করে। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় অনেককে।
এখন এসব সাইডলোড অ্যাপ ব্যবহার নিরাপদ কি না, তা-ও জানাবে গুগল। তবে অনেকে মনে করছেন যে, এভাবে সাইডলোড অ্যাপের উপরেও গুগল নিয়ন্ত্রণ নিতে চায়। এক বার কিংবা দু’বার শর্ত লঙ্ঘন করলেই আর অ্যাপে অ্যাক্সেস করা যাবে না। তবে সাইডলোড অ্যাপ স্ক্যান করতে পারলে গুগল অনেক ম্যালওয়্যার বাদ দিতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।