জুমবাংলা ডেস্ক : অযোধ্যায় হতে চলেছে বহু প্রতিক্ষিত রাম মন্দিরের উদঘাটন। এই মন্দিরের পাশাপাশি এমন অনেক তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন। এর মধ্যে তেমন একটি হল ‘অযোধ্যা’ শব্দের অর্থ কি জানেন? এই প্রতিবেদনের এমনই কিছু অজানা ও আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ সীতার স্বয়ংবর সভায় শ্রী রামচন্দ্র কার ধনুক ভেঙে ছিলেন?
উত্তরঃ সীতার স্বয়ংবরে শ্রী রামচন্দ্র শিবের ধনুক ভেঙে ছিলেন।
২) প্রশ্নঃ পরশুরামকে কার অবতার বলে মনে করা হয
উত্তরঃ পরশুরামকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয়।
৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের জাতীয় গ্রন্থ রামায়ণ?
উত্তরঃ আসলে থাইল্যান্ডের জাতীয় গ্রন্থের নাম রামায়ণ এবং সেদেশে রামকিয়েন নামে পরিচিত।
৪) প্রশ্নঃ হনুমানের মা তার পূর্ব জন্মে একজন জলপরী ছিলেন, তাকে কি নামে ডাকা হতো জানেন?
উত্তরঃ পুঞ্জিকস্থলী।
৫) প্রশ্নঃ দশরথের কোন পুত্র যিনি মাদুরাপুরী নগরের প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ দশরথ পুত্র শত্রুঘ্ন মাদুরাপুরী নগরের প্রতিষ্ঠা করেছিলেন।
৬) প্রশ্নঃ রামকে প্রথম কে জানিয়েছিলেন যে মা সীতা রাবণ কর্তৃক অপহরণ হয়েছে?
উত্তরঃ শ্রীরাম প্রথম রাবণ কর্তৃক মা সীতা অপহরণ সম্পর্কে জটায়ুর কাছ থেকে জানতে পেরেছিলেন।
৭) প্রশ্নঃ ইন্দ্রজিৎ হনুমানের বিরুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করেছিলেন?
উত্তরঃ ব্রহ্মাস্ত্র।
৮) প্রশ্নঃ অযোধ্যায় প্রবাহিত সরযূ নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ অযোধ্যায় প্রবাহিত সরযূ নদীর উৎপত্তি মানস সরোবর থেকে, যা ব্রহ্মাসার নামেও পরিচিত।
৯) প্রশ্নঃ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করছেন কে?
উত্তরঃ চন্দ্রকান্ত সোমপুর।
১০) প্রশ্নঃ আপনি কি ‘অযোধ্যা’ শব্দের অর্থ জানেন?
উত্তরঃ আসলে অযোধ্যা শব্দের অর্থ হল ‘যুদ্ধে অপরাজেয়’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।