বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাপ ট্র্যাকিংয়ে স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালায় পরিবর্তন এনেছে অ্যাপল। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) ফিচারটি চালুর দ্বিতীয় বছরে ইউটিউব ও ফেসবুকের মতো কোম্পানি সম্মিলিতভাবে ১ হাজার ৬০০ কোটি ডলার লোকসান গুনতে পারে। খবর অ্যাপল ইনসাইডার।
২০২১ সালের ২৬ এপ্রিল কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি আইওএস ১৪ এ ফিচার চালু করে। এ ফিচার বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর ওপর তাত্ক্ষণিক প্রভাব বিস্তার করে। জুলাই নাগাদ ফিচারটি বিজ্ঞাপনদাতাদের আয় ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে দেবে।
এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারবার্গ জানিয়েছিলেন, ২০২২ সালে তার প্রতিষ্ঠান ১ হাজার কোটি ডলার আয় করবে। অন্যদিকে ২০২১ সালের অক্টোবরে স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ এটিটি ফিচারের কারণে তাদের স্টক প্রাইসে ২৫ শতাংশ অবনমন দেখার আশঙ্কা প্রকাশ করেছিল।
গবেষণা প্রতিষ্ঠান লোটামির এক বিশ্লেষণের তথ্যানুযায়ী, মাত্রা কমতে থাকলেও এটিটি বিজ্ঞাপনের বাজারে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এটিটির পাশাপাশি অ্যাপল তাদের আইডেন্টিফায়ার ফর অ্যাডভার্টাইজার (আইডিএফএ) ফিচার বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনে লোটামি জানায়, আইডিএফএ বন্ধ করে দেয়ার ফলে তা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানগুলোকে ১ হাজার ৬০০ কোটি ডলার লোকসানের মুখে ফেলবে বলে ধারণা করা হয়। যেখানে শুধু ফেসবুকই ১ হাজার ২৮০ কোটি ডলার লোকসানের মুখে পড়বে। অন্যদিকে স্ন্যাপ ৫৪ কোটি, টুইটার ৩২ কোটি এবং ইউটিউব ২২০ কোটি ডলার লোকসানের মুখে পড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।