Apple এর গাড়ি আসতে যাচ্ছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। কোম্পানির Analyst Ming Chi Kuo জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যে Apple এর গাড়ি মার্কেটে রিলিজ করা হবে।
সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে Apple পুরোদমে গাড়ি উৎপাদন প্রক্রিয়া শুর করবে। বর্তমানে এ প্রজেক্টের জন্য টিম গঠন করা হচ্ছে। আসলে ২০১৮ সাল থেকেই Apple এর এ প্রজেক্টের কাজ শুর হয়। তবে বর্তমানে গাড়ি নিয়ে তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছে বিধায় নতুন করে টিম গঠন হচ্ছে।
অনেক আগ্রহী ক্রেতারা Apple এর গাড়িতে চড়ার জন্য অপেক্ষা করছেন। কেননা এ গাড়ির অনেক ফিচার সবাইকে মুগ্ধ করার মতই।
এটি বিদ্যুৎ চালিত গাড়ি হতে যাচ্ছে। সেলফ ড্রাইভিং এর ফিচার থাকছে যা সবথেকে আকর্ষণীয়। গাড়িটি আকারে বেশ ছোট হবে। গাড়ির মধ্যে বড় সাইজের ডিসপ্লে দেওয়া থাকবে।
Voice Assistance সাপোর্ট পাবেন Apple এর এ গাড়িতে। এমনকি Apple Music এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
তবে আগ্রহী কাস্টোমারদের আরও কয়েক বছর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। কেননা গাড়ির ম্যানুফেকচারিং এর কাজ সম্ভবত বেশদূর এগুতে পারেনি । নতুন টিম গঠন শেষ হতে ২০২২ সাল শেষ হয়ে যাবে।
Apple এর Creative Strategies Chairman Tim Bajarin জানান যে, তারা এ বিশাল প্রজেক্টের নাম দিয়েছে ‘Project Titan.’ এ গাড়ির কোন কোন দিক ফোকাস করা হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে। Project Titan এ প্রায় ৫০০০ জন সদস্য কাজ করবে।
Apple এর গাড়ি বাজারে আনার মাধ্যমে অটোমোবাইল ইন্ড্রাস্টিতে নয়া ইনোভেশন আনতে চায় জনপ্রিয় এ মার্কিন কোম্পানিটি৷ Apple ভবিষ্যৎ এ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এ প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।