অ্যাপলকে ২১ হাজার কোটি টাকা জরিমানা!

অ্যাপলকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : ২০০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার কোটি টাকার বেশি) বিশাল জরিমানার মুখে পড়লো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার (৪ মার্চ) কোম্পানিটিকে এ অর্থদণ্ড দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০১৯ সালে সুইডেন-ভিত্তিক মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাইয়ের করা অভিযোগের প্রেক্ষিতেই এলো জরিমানার এই ঘোষণা।

অ্যাপলকে জরিমানা

প্রযুক্তিখাতে বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম অ্যাপল। এবার নিয়ম ভঙ্গের দায়ে বিশাল জরিমানার সাজা পেলো বিখ্যাত এই টেক জায়ান্ট। সোমবার কোম্পানিটিকে ২০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

মূলত সুইডিশ মিউজিক স্ট্রিমিং কোম্পানি স্পটিফাইয়ের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ২০১৯ সালে করা ওই অভিযোগে বলা হয়, স্পটিফাইসহ বেশ কিছু মিউজিক স্ট্রিমিং অ্যাপের অর্থ পরিশোধ সংক্রান্ত বিকল্প তথ্য অ্যাপল নিজস্ব অ্যাপ স্টোরের ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছিল। যার সত্যতা মেলায় বিশাল এ অর্থ দণ্ডের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

অ্যাপলের এ কার্যক্রমকে বেআইনি এবং প্রভাবশালী অবস্থানের অপব্যবহার বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে মার্কিন কোম্পানিটি অন্যায্য বাণিজ্য শর্ত আরোপ করেছে বলেও জানিয়েছে ইউরোপীয় কমিশন।

এ বিষয়ে ইইউ’র অ্যান্টিট্রাস্ট কমিশনার মারগ্রেদে ভেস্তাগার বলেন,
বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করায় অ্যাপলকে দুই বিলিয়ন ডলার জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মিউজিক স্ট্রিমিং অ্যাপ পরিষেবা সংক্রান্ত তথ্য ব্যবহারকারীদের কাছে সীমিত করার মধ্য দিয়ে আইন ভঙ্গ করেছে তারা।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে অ্যাপল। আদালতে এই রায় চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। যদিও সে রায়ের আগ পর্যন্ত অ্যাপলকে জরিমানা গুণে যেতে হবে।