বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাঁদের অ্যাপ স্টোরের বার্ষিক অ্যাপ অ্যাওয়ার্ডের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিভিন্ন বিভাগে ১৭টি অ্যাপ ‘২০২৪ অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড’ খেতাব জয় করেছে। গত ২৫ নভেম্বর প্রকাশিত প্রাথমিক তালিকায় অ্যাপল স্টোরের ৪৫টি অ্যাপ স্থান পেয়েছিল। এবার সেখান থেকে চূড়ান্ত বিজয়ী হয়েছে ১৭টি অ্যাপ্লিকেশন বা অ্যাপ।
২০২৪ অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড এর জন্য আজ প্রকাশিত হয়েছে চূড়ান্ত বিজয়ীর তালিকা। আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি ও অ্যাপল ভিশন প্রোসহ তাঁদের বিভিন্ন পণ্যের জন্য বছরের সেরা অ্যাপ্লিকেশনের নাম জানিয়েছে অ্যাপল। এছাড়া ‘কালচারাল ইমপ্যাক্ট’ বিভাগে বিজয়ী হয়েছে ৬টি অ্যাপ।
‘২০২৪ অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড’ এর বিজয়ী অ্যাপগুলো:
আইফোনের বছরের সেরা অ্যাপ: কিনো
আইফোনের বছরের সেরা গেম: এএফকে জার্নি
আইপ্যাডের বছরের সেরা অ্যাপ: মোইজেজ
আইপ্যাডের বছরের সেরা গেম: স্কোয়াড বাসটার্স
বছরের সেরা ম্যাক অ্যাপ: অ্যাডব লাইটরুম
বছরের সেরা ম্যাক গেম: থ্যাঙ্ক গুডনেস ইউ আর হেয়ার!
অ্যাপল ভিশন প্রো-এর বছরের সেরা অ্যাপ: হোয়াট ইফ…? অ্যান ইমারসিভ স্টোরি
অ্যাপল ভিশন প্রো-এর বছরের সেরা গেম: থ্র্যাশার: আর্কেড ওডিসি
অ্যাপল ওয়াচের বছরের সেরা অ্যাপ: লুমি
অ্যাপল টিভি’র বছরের সেরা অ্যাপ: এফ১ টিভি
অ্যাপল আর্কেড-এর বছরের সেরা গেম: ব্যালাট্রো+
কালচারাল ইমপ্যাক্ট বিজয়ী: ‘ওকো’, ‘ইএফ হেলো’, ‘ডেইলিআর্ট’, ‘এনওয়াইটি গেমস’, ‘দ্য রেক’, ‘ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু নোও? ২’
উল্লেখ্য, প্রতি বছরই অ্যাপল তাঁদের অ্যাপ স্টোরের সেরা অ্যাপগুলোর একটি তালিকা প্রকাশ করে। অ্যাপ্লিকেশন জগতের ছোট-বড় অনেকেই অ্যাপলের এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। পুরস্কার বিজয়ীদেরকে অ্যাপল অ্যালুমিনিয়ামের তৈরি নীল রঙের একটি সুদৃশ্য ‘অ্যাপ অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করে, যাতে খোদাই করা থাকে বিজয়ী অ্যাপটির নাম। আকারে বড় সাইজের একটি ম্যাক মিনি’র মতো দেখতে হয় এই অ্যাওয়ার্ডটি।
তথ্যসূত্র: অ্যাপল, টেকরাডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।