বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আই ফোনে কত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, সেই বিষয়টি জানিয়ে দিল অ্যাপেল। এই ঘোষণার ফলে অনেক আই ফোন ব্যবহারকারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
অ্যাপেলের তরফে জানানো হয়েছে, আই ফোন ১৫ সিরিজের ফোনে কমপক্ষে পাঁচ বছরের জন্য সফটওয়্যার আপডেট সাপোর্ট পাওয়া যাবে। অ্যাপেলের এই ঘোষণার ফলে আই ফোন ব্যবহারকারীদের সুবিধা হবে। এখনও পর্যন্ত আই ফোন থেকেও অ্যান্ডরয়েড ফোনে বেশি বছরের জন্য সফটওয়্যার আপডেট সাপোর্ট দেওয়া হয়। স্যামসঙ ও গুগল তাদের প্রিমিয়ার স্মার্ট ফোনের ক্ষেত্রে সাত বছরের জন্য সফটওয়্যার আপডেটের সুযোগ দেয়।
তবে স্যামসঙ অবশ্য এখন সব ধরনের স্মার্ট ফোনে সাত বছরের জন্য সফটওয়্যার আপডেটের সুযোগ দেয় না। এর আগে অনেক দিন পর্যন্ত স্যামসঙ ফোনে আপডেট দেওয়ার সুযোগ দিত। কিন্তু সম্প্রতি সেই নিয়মে কিছুটা বদল এসেছে। এখন স্যামসঙ সহ অনেক ফোন নির্মাতারাই সফটওয়্যার আপডেটের সময়সীমা বেঁধে দিতে শুরু করেছে।
প্রশ্ন উঠছে, কেন অ্যাপেল তাদের নতুন সিদ্ধান্তের কথা জানাতে হল। জানা গিয়েছে, সম্প্রতি ব্রিটেনে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। এই কারণেই অ্যাপেলকে জানাতে হয়েছে, কত বছরের জন্য আই ফোনে সফটওয়্যার আপডেটের সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আই ফোন ১৫ সিরিজ বাজারে আসে। তবে এর আগে সফটওয়্যার আপডেট সাপোর্ট নিয়ে কোনও কথা জানায়নি অ্যাপেল। এবারই প্রথম এই বিষয়ে জানানো হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।