বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যাপক বিভ্রাটের কবলে পড়ে অ্যাপ স্টোর, আইক্লাউড, ম্যাপস, পডকাস্ট, অ্যাপলটিভিপ্লাস এবং আই মেসেজসহ অ্যাপলের ডজনখানেক অনলাইন সার্ভিস।
প্রায় তিন ঘণ্টা এ নেটওয়ার্কগুলো ডাউন অবস্থায় ছিল বলে জানা গেছে। অ্যাপলের একাধিক সেবা ব্যবহার করতে পারছেন না? আপনি একা না। ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে একাধিক গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হওয়ার তথ্য প্রকাশ হয়েছে।
সতর্কীকরণ নোটে বলা হয়েছে, কিছু ব্যবহারকারী সেবাটি পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। আবার কারও কারও সেবা ধীরগতিতে কাজ করছে। ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে অ্যাপল।
ব্লুমবার্গের গারমান অ্যাপলের সেবাগুলোর বিষয়ে খেয়াল রাখছিলেন। প্রথমে তিনি পডকাস্ট অ্যাপের পাশাপাশি অ্যাপল বিজনেস ম্যানেজার ও স্কুলওয়ার্কের মতো সেবাগুলো বিঘ্নিত হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। পরে সেগুলো স্বাভাবিক হয়েছে বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।