বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর শেষে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সলিউশন প্লাটফর্ম ফ্লিটস্মিথ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ২০২০ সালে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। খবর গ্যাজেটস নাউ।
অ্যাপলের তথ্যানুযায়ী, অ্যাডমিনিস্ট্রেটরদের জন্যই ফ্লিটস্মিথ ব্যবহার করা হতো। বিশেষ করে একাধিক অ্যাপল ডিভাইস নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদের নতুন ডিভাইস সেটআপ ও প্যাচ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এটি ব্যবহূত হতো।
এক কথায়, ফ্লিটস্মিথের মাধ্যমে ব্যবহারকারীরা দূর থেকে তাদের অ্যাপল ডিভাইস নিরাপদে সেটআপ করতে পারতেন। পাশাপাশি একাধিক ডিভাইসের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ, অ্যাপ ও নিরাপত্তার বিষয় নির্বাচনের সুবিধা দিত। একটি সাপোর্ট ডকুমেন্টের মাধ্যমে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি নতুন সিদ্ধান্তের কথা জানায়।
গত ২১ এপ্রিল থেকে ফ্লিটস্মিথের নতুন ব্যবহারকারীর রেজিস্ট্রেশনও বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে যারা ফ্লিটস্মিথ ব্যবহার করছেন, তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমডিএম সলিউশন সুবিধা পাবেন। নির্ধারিত সময় শেষে বিদ্যমান গ্রাহকরা এমডিএম সলিউশনে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি ব্যবহূত ডিভাইসগুলোয় ফ্লিটস্মিথের সার্ভার থেকে কোনো কনফিগারেশন প্রোফাইল পাঠানো হবে না। এতদিন অ্যাপল সর্বোচ্চ ১০টির বেশি ডিভাইসে ফ্রি ট্রায়াল সুবিধা দিয়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।