Apple foldable phone: বাজারে ফোল্ডেবল ফোন আনছে অ্যাপল

Apple foldable phone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলে আসছিল যে টেক জায়ান্ট অ্যাপল (Apple foldable phone) ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে। আর তা হতে পারে ক্ল্যামশেল ডিজাইনে, অর্থাত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো। এটি বাজারে আসতে পারে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

Apple foldable phone

তবে ডিসপ্লে ইন্ডাস্ত্রি বিশেষগ্য রস ইয়ঙ্গ বলছেন ভিন্ন কথা। সম্ভাব্য ফোল্ডেবল আইফোনটি ক্ল্যামশেল ডিজাইনে হবে না।

ইয়ঙ্গের তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোনে যেভাবে বইরের মতো করে ভাঁজ করা যায়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনে সে রকম বড় আকারের ডিসপ্লে থাকবে।

Optical illusion: আমের মধ্যে লুকিয়ে আছে টিয়া, খুঁজে দেখুন তো পান কিনা

ফোল্ডেবল স্মার্টফোন বাজারে অ্যাপল (Apple foldable phone) ঠিক কোন সময় প্রবেশ করবে তা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।