বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি এক খবরে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের বড় এক তদন্তের আওতায় পড়তে যাচ্ছে তিন শীর্ষ টেক কোম্পানি অ্যাপল, গুগল ও মেটা। তিনটি কোম্পানির বিরুদ্ধেই ইইউ’র নতুন আইন ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ (ডিএমএ) সঠিকভাবে মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এ মাসের শুরুতে চালু হওয়া নতুন এ আইনটি শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর কায়ক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে। প্রযুক্তি খাতজুড়ে প্রতিযোগিতা রক্ষার উদ্দেশ্যেই এসব পরিবর্তনের চাপ আসছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
আর ইউরোপীয় কর্মকর্তারা যুক্তি দিয়েছেন অ্যাপল, গুগলের মালিক অ্যালফাবেট এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক মেটা এ আইন সঠিকভাবে মেনে চলতে ব্যর্থ হয়েছে।নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে কোম্পানিগুলো তাদের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে, যা বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে সম্ভবত শত শত কোটি ডলার বলে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
বিষয়টি ঘোষণা করে ইউরোপীয় কমিশন বলেছে, তারা অ্যাপল ও গুগলের বিরুদ্ধে তাদের অ্যাপ স্টোরের তথাকথিত ‘স্টিয়ারিং রুলস’ নিয়ে তদন্ত করছে। পাশাপাশি, দুটি কোম্পানি নিজস্ব অ্যাপ স্টোরের বাইরে গ্রাহকদেরকে স্টোরেজ ফি’র বাইরে বিনামূল্যে বিভিন্ন অফার দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছে কিনা, যা ডিএমএ আইনের অন্যতম শর্ত, সে বিষয়টিও খতিয়ে দেখবে তারা। তবে মূল নজর থাকবে অ্যালফাবেট গুগল সার্চে নিজেদের পরিষেবাকে প্রাধান্য দিচ্ছে কিনা সে বিষয়টি।
এ ছাড়া অ্যাপল ডিভাইসে নন-অ্যাপল সফটওয়্যার বা পরিষেবা, যেমন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করা ভোক্তাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে কিনা সেটিও তদন্তের আওতায় পড়বে।
এদিকে বিজ্ঞাপনের জন্য তথ্য ব্যবহার এড়াতে মেটা ইউরোপজুড়ে গ্রাহকদের কাছ থেকে ফি নিয়েছে। কোম্পানির এ পন্থা এরই মধ্যে তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।