বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক: বড় আকৃতির ডিসপ্লেসংবলিত নতুন ভাঁজযোগ্য ডিভাইস আনতে পারে অ্যাপল। সম্প্রতি গবেষক মিং চি কুর টুইট বার্তা সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ২০২৫ সালের দিকে ডিভাইসটি বাজারজাত করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
মিং চির তথ্যানুযায়ী, ২০২৫ সালে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি যে ডিভাইস বাজারজাতের বিষয়ে ভাবছে, সেটি আইফোন ও আইপ্যাডের মধ্যকার একটি হাইব্রিড মডেল হবে। পূর্বে প্রকাশিত এক টুইট বার্তায় তিনি বলেন, আমি মনে করি ছোট, বড় ও মাঝারি আকারে ডিভাইসটি তৈরি করা হবে। অ্যাপল বর্তমানে ৯ ইঞ্চি ওলেড ডিসপ্লের ফোল্ডেবল ডিভাইসের উন্নয়নে কাজ করছে। পরীক্ষার মাধ্যমে ডিভাইসটির মূল প্রযুক্তি সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে।
২০২১ সালে কু অনুমান করেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি ২০২৩ সালের দিকে তাদের ভাঁজযোগ্য ডিভাইস আনতে পারে। পাশাপাশি এ খাতে এটি অন্য রকম প্রভাব বিস্তার করবে বলেও জানিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক বিক্রি ১-২ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে।
গবেষকদের প্রেরিত নোটের ভিত্তিতে ম্যাকরিউমরস প্রকাশিত প্রথম প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রথম আইফোনটি ৮ ইঞ্চির কিউএইচডিপ্লাস ডিসপ্লেসংবলিত হবে। যার রেজল্যুশন হবে ৩২০০X১৮০০ পিক্সেল। যখনই বাজারে আসুক না কেন ডিভাইসটি বাজারে থাকা স্যামসাংয়ের তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি জি ফোল্ড সিরিজ, অপো ফাইন্ড এন ও ভিভো এক্স ফোল্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে।
ম্যাকরিউমরসের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসের জন্য ভাঁজযোগ্য ডিসপ্লে উৎপাদনে অ্যাপল হয় এলজি নতুবা স্যামসাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। অন্যদিকে গরিলা গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্নিংও ভাঁজযোগ্য গ্লাস তৈরিতে কাজ করছে।
৯,০০০ টাকার থেকেও কম দামে সব থেকে পাতলা স্মার্টফোন নিয়ে আসলো রিয়েলমি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।