সম্প্রতি, LeaksApplePro দাবি করেছে অ্যাপল তাদের টাচ আইডি প্রজেক্ট ফেস আইডি টিমের কাছে হস্তান্তর করেছে। এর মানে হল, অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফিচার থেকে বেড়িয়ে আসতেছে।
কোম্পানি ফেস আইডি নিয়েই তাদের প্রধান গবেষণা এবং উন্নয়ন চালিয়ে যাবে। অন্যদিকে, অ্যাপল আন্ডার-স্ক্রীন ক্যামেরা প্রযুক্তিতেও বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুমান করা হচ্ছে, iPhone 15 Pro ডিজাইনে তাদের নচ প্রযুক্তি থাকছে না, আর যাদি তাই হয় এটাই হবে নচ ডিসপ্লে ছাড়া আইফোনের প্রথম ফোন।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল পূর্বে iPhone 13 প্রো’তে আন্ডার-স্ক্রিন ক্যামেরা যুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু, আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি এখনও নিখুঁত না হওয়ায়, এই প্রযুক্তি নিয়ে আরও কাজ করে যাচ্ছে। যে কারণে আন্ডার-স্ক্রিন ক্যামেরা ফিচার কয়েক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
Oppo Find X5 সিরিজ: দাম অনেকটা অ্যাপল-স্যামসাং এর চেয়েও বেশী