অ্যাপলের বহুল প্রতীক্ষিত iPhone 17 সিরিজ অবশেষে উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে বিশেষ অনুষ্ঠানে কোম্পানির সিইও টিম কুক নতুন সিরিজটি ঘোষণা করেন।
নতুন সিরিজে আসছে চারটি মডেল
অ্যাপল এবার বাজারে এনেছে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। একই ইভেন্টে ঘোষণা করা হয়েছে নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং আপডেটেড ফাইনাল কাট ক্যামেরা অ্যাপ।
iPhone 17 Pro Max ফিচারসমূহ
সিরিজের সবচেয়ে শক্তিশালী ও দামি মডেল হলো iPhone 17 Pro Max। এতে থাকছে—
- নতুন A19 Pro চিপসেট
- অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন ও বিল্ট-ইন ভ্যাপার চেম্বার (গরম হওয়া রোধে)
- পিছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ও ৮x অপটিক্যাল জুম টেলিফটো লেন্স
- সামনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৬.৯ ইঞ্চি ডিসপ্লে সিরামিক ২ শিল্ড সহ, ৩,০০০ নিট ব্রাইটনেস, প্রো মোশন ও অলওয়েজ-অন ডিসপ্লে
- ব্যাক গ্লাসের চার গুণ বেশি সহনশীলতা
দাম ও ভ্যারিয়েন্ট
iPhone 17 Pro Max আসছে চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে:
- 256GB
- 512GB
- 1TB
- বিশেষ 2TB
শুরু মূল্য ১,১৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ১২১.৭ টাকা) দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা। স্টোরেজ ভ্যারিয়েন্ট বাড়ার সঙ্গে দামও বাড়বে।
কবে বাজারে আসবে?
iPhone 17 সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে। গ্রাহকদের হাতে ডিভাইস পৌঁছাবে ১৯ সেপ্টেম্বর থেকে। তবে বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।