বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সংগীতপ্রেমীদের কাছে একটি মনোমুগ্ধকর ডিভাইসের নাম আইপড। বলা হয়ে থাকে টেক দুনিয়ার গান-বাজনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল অ্যাপলের আইপড। তবে সম্প্রতি অ্যাপল জানিয়েছে, বাজারে তারা আর নতুন কোনো মডেলের আইপড আনবে না।
গান শোনার জন্য আলাদা একটি ডিভাইস, এমন ধারণা নিয়ে ২০০১ সালে বাজারে প্রথম আইপড নিয়ে আসে অ্যাপল। অ্যাপলের আনা প্রথম আইপডে একবারে ১ হাজার গান রাখা যেত। কালের পরিক্রমায় ২১ বছরে বদলে গেছে অনেক কিছু। ১ হাজার গানের স্টোরেজ বেড়ে দাঁড়িয়েছে ৯০ মিলিয়নে।
তবে আইপডের পরে বাজারে টাচস্ক্রিন আইফোন এতটাই সাড়া ফেলে দিয়েছে যে, গান শোনার জন্য আলাদা একটি ডিভাইসের প্রয়োজনীয়তা ফিকে হয়ে গেছে। আইপডের শেষ আপডেট এসেছে ২০১৯ সালে। এরপর থেকে অ্যাপলের পক্ষ থেকে আইপডের নতুন আর কোনো আপডেট আসেনি। বাজারে আসেনি নতুন কোনো মডেল।
একসময়ে আইপডের ন্যানো ও শাফল মডেল বাজারে বেশ সাড়া ফেলেছিল। তবে ২০০৭ সালে বাজারে আইপড টাচ আসার পর থেকে আর কোনো নতুন মডেল নিয়ে বাজারে আসেনি অ্যাপল। অ্যাপলের পক্ষে থেকে বলা হয়েছে, যত দিন মুজত আছে তত দিন বাজারে আইপড পাওয়া যাবে। তবে নতুন করে আর আইপড উৎপাদন করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইপড সম্পর্কে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসিয়াক বলেন, ‘সংগীতের এক নতুন সংজ্ঞায়ন করেছে আইপড। নতুন নতুন গান খুঁজে বের করা, শোনা ও শেয়ার করায় আইপড ছিল একটা যুগান্তকারী মাধ্যম।’
এদিকে বাজার থেকে আইপড হারিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে অনেক পুরনো ক্রেতাই স্মৃতিকাতর হয়ে পড়েছেন। একের পর এক টুইটে তারা জানাচ্ছেন কিভাবে এই ডিভাইসটি তাদের জীবনের একটি অভেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।
দিমিত্র ক্রেভেঙ্কো তার করা একটি টুইটে বলেন, ‘বিদায় আইপড। এটি ছিল আমার প্রথম অ্যাপলের ডিভাইস। অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে এটির সঙ্গে। টাকা জমিয়ে আইপড কিনেছিলাম আমি। ছোটবেলার কথা মনে পড়ছে।’
২০০১ সালে অ্যাপল তার ভক্তদের জন্য চমকপ্রদ একটি ডিভাইস হিসেবে বাজারে নিয়ে আসে আইপড। বাজারে অ্যাপল কী নিয়ে আসছে এমন জল্পনা কল্পনার মধ্যে প্রতিষ্ঠানটি জানায়, ‘বাজারে যেটি আসছে সেটি ম্যাকবুক নয়!’
অ্যাপলের তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ জবস তার দীর্ঘ আলাপে বলেন, ‘আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সংগীত। আমাদের আশপাশে সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের সুরের মূর্ছনা। এখন থেকে সংগীত থাকবে আমাদের আরও কাছে। গান হবে আরও সহজলভ্য। এক পকেটে ধরবে ১ হাজার গান।’
বাজার কেন আইপডের চাহিদা তলানিতে এসে ঠেকল এ ব্যাপারে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে যেদিন প্রথম আইফোন আসল, মূলত সেদিন থেকেই নিজের জায়গা হারিয়ে ফেলল আইপড। যে কাজ একজন মোবাইলের মাধ্যমেই করতে পারবে, সেই একই কাজের জন্য কেবল শখের বসে আরেকটি ডিভাইস কেনা কিংবা বহন করা গ্রাহকদের কাছে অপ্রয়োজনীয় ঠেকেছে।
সূত্র: বিবিসি
নতুন রঙে বাজারে এল বাজাজ পালসার, নতুন চমকের সাথে দেখে নিন দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।