বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চলতি বছর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আইফোন ১৫ সিরিজের পাশাপাশি বাজারে আনে অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০। তবে সব কিছুকে ছাড়িয়ে একটা বড় সংখ্যক মানুষের নজর কাড়ে আইফোন ১৫ সিরিজ। আসছে নতুন বছরে অ্যাপল প্রেমীদের জন্য দুর্দান্ত একটি বছর হতে চলেছে। অ্যাপল গ্রাহকদের জন্য নতুন কিছু ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বিষয়ক সাইট গিজ চায়নার প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ২০২৪ সালে বাজারে নতুন অন্তত ৫টি ডিভাইস লঞ্চ করবে।
অ্যাপল এয়ারপড
নিজেদের এয়ারপডস সিরিজের একটি নতুন ভার্সন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এই এয়ারপড সম্পর্কে জানা গেছে, এতে একটি ছোট স্টেম, নতুন ডিজাইন করা কেস, বিল্ট ইন স্পিকার এবং একটি ইউএসবি–সি পোর্ট দেওয়া হতে পারে। তবে বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠানটি কোনো আসন্ন ডিভাইস লঞ্চের বিষয়ে অফিশিয়ালি ঘোষণা দেয়নি।
অ্যাপল জিপিটি
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুসারে, অ্যাপল নিজস্ব এআই মডেল অ্যাপল জিপিটি তৈরি করছে। এজাক্স প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সেটি তৈরি করা হচ্ছিল। অ্যাপল জিপিটিতে আইফোন এবং আইপ্যাডসহ অন্যান্য ডিভাইসের সঙ্গে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা যাবে।
অ্যাপল ওয়াচ ১০
অ্যাপল চলতি বছরের জুনে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে নতুন দুটি স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ ৯ ও অ্যাপল ওয়াচ আলট্রা ২ উন্মোচন করে। দুটিই বাজারে দারুণ জনপ্রিয়তা পায়। এবার অ্যাপল ওয়াচ ১০ সিরিজ আনতে চলেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল ওয়াচ ১০ সিরিজ অ্যাপল ওয়াচ এক্স নামেও আসতে পারে বলে শোনা যাচ্ছে।
আইপ্যাড প্রো
অ্যাপল আসছে ২০২৪ সালের মার্চে আইপ্যাড এয়ার, ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড প্রো আপডেট করতে চলেছে। এক ইভেন্টে নতুন আইপ্যাড সিরিজের সঙ্গে আইপ্যাড প্রো ওএলইডি লঞ্চ হতে পারে।
আইফোন ১৬
অ্যাপলের আইফোন সিরিজ নিয়ে গ্যাজেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তাইতো আগামী বছর আসতে চলেছে আইফোন ১৬ সিরিজ। অ্যাপল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার আগেই সম্প্রতি আইফোন ১৬ সিরিজের কিছু তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য ও প্রযুক্তি বিশ্লেষকদের মতামতের ওপর ভিত্তি করে আইফোন ১৬ সিরিজের প্রোটোটাইপের কিছু প্রতিকী ছবি তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
ভার্টিক্যাল ক্যামেরা ও অ্যাকশন বাটনের পরিবর্তনসহ মডেলটির সম্ভাব্য তিনটি ডিজাইন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে। স্পেশাল ভিডিও ক্যাপচারের মতো অ্যাপল আইফোনে ১৬ সিরিজের বেসিক ফোন নতুন ভার্টিক্যাল ক্যামেরা নিয়ে আসছে। এর মাধ্যমে থ্রিডি ভিডিও তৈরি করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। আগামী বছরের সেপ্টেম্বরে উন্মোচন করা হবে আইফোন ১৬ সিরিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।