বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন ডিজাইনের আইফোন তৈরিতে কাজ করছে। এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানায়, বর্তমানে বাজারে থাকা ডিভাইসের তুলনায় স্লিমার বা পাতলা গঠনের আইফোন তৈরিতে কাজ করছে অ্যাপল।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন প্রো ম্যাক্সের তুলনায় নতুন ডিজাইনের ডিভাইসটির দাম বেশি থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন সেভেনটিনের সঙ্গে এটি বাজারে আসতে পারে। ডি টোয়েন্টি থ্রি কোডনেমে এ প্রকল্পের কাজ চলমান।
সূত্রের তথ্যানুযায়ী, কোম্পানি নতুন ডিভাইসের একাধিক ডিজাইনের পরীক্ষা চালাচ্ছে। ডিভাইসটিতে অ্যাপলের সবশেষ জেনারেশনের প্রসেসর এ নাইন্টিন থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Sony Xperia 1 VI, দাম জেনে নিন
চীনের বাজারে হুয়াওয়ে, অনরের পাশাপাশি বিশ্ববাজারে স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে অ্যাপল। বাজার সংশ্লিষ্টদের মতে, এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন এ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।