বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইপ্যাড এয়ার উন্মোচনের একদিন পরই সাশ্রয়ী মূল্যের নতুন ম্যাকবুক এয়ার বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল।
এ নতুন কম্পিউটারটিতে রয়েছে কোম্পানিটির সর্বশেষ ‘এম ৪’ চিপ’সহ একটি আপডেটেড ক্যামেরা। অ্যাপলের নিজস্ব এ চিপটি ম্যাকবুক এয়ারকে আরও গতি দেবে। আর, ডিভাইসটি ব্যবহার করতে পারবে অ্যাপলের ‘সেন্টার স্টেজ’ প্রযুক্তি।
এটি এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে ম্যাকবুক এয়ারে থাকা ক্যামেরাটি ঘরের আশপাশের মানুষদের অনুসরণ করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নতুন এই ম্যাকবুক এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে। যা ডিভাইসটির আগের সংস্করণের চেয়ে একশ ডলার কম।
ম্যাকবুক এয়ারের সঙ্গে ‘ম্যাক স্টুডিও’র আপডেটেড সংস্করণও এনেছে অ্যাপল, যাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ম্যাক’ বলে বর্ণনা করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। ডিভাইসটিতে রয়েছে অ্যাপলের নিজস্ব ‘এম ৪ ম্যাক্স’ ও ‘এম ৪ আল্ট্রা’ চিপ।
অ্যাপল সাধারণত বরাবরই নিজেদের প্রতিটি প্রজন্মের চিপের বেইস মডেল, ম্যাক্স, প্রো ও আল্ট্রা নামের চারটি সংস্করণ বাজারে আনে। তবে এবার অ্যাপল তাদের সর্বোচ্চ মানের চিপের আল্ট্রা সংস্করণ উন্মোচন করেনি ও নতুন ‘ম্যাক স্টুডিও’তেও ‘এম ৪ আল্ট্রা’ চিপের পুরানো প্রজন্মই রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
মঙ্গলবার অ্যাপল আইপ্যাডের বেইস ভার্সনের পাশাপাশি আইপ্যাড এয়ার আনার একদিন পরই ম্যাকবুক এয়ারের ঘোষণার দিল অ্যাপল।
এ সপ্তাহে নতুন পণ্য আনার প্রস্তুতির কথা আগেই জানিয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে সংক্ষিপ্ত এক ভিডিও শেয়ার করে কুক লিখেছেন, “এই সপ্তাহে” কিছু ঘটবে। এ সময় “সামথিং হ্যাপেনিং ইন দ্য এয়ার” ট্যাগলাইনটি ব্যবহার করেন তিনি। এ ট্যাগলাইনটি ম্যাকবুক এয়ারেই প্রথম ব্যবহার করেছিল অ্যাপল ২০০৮ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।