বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কয়েক বছরের মধ্যে ওএলইডি স্ক্রিনসহ প্রথম ম্যাকবুক প্রো মডেল বাজারে আনছে অ্যাপল। কুপার্টিনো কোম্পানিতে বর্তমানে থাকা ম্যাকবুক মডেলগুলোয় রয়েছে মিনি ইএলইডি স্ক্রিন, যা ভবিষ্যতে ওএলইডি প্যানেলে পরিবর্তন করা হবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
এদিকে ম্যাকবুক প্রো মডেলের এক বছর পর ম্যাকবুক এয়ারেও ওএলইডি স্ক্রিন যুক্ত করার কথা রয়েছে। অ্যাপল তাদের ট্যাবলেটগুলোর ক্ষেত্রে এ বছর প্রথমবারের মতো এ আপগ্রেড করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া থেকে পাওয়া তথ্যসূত্রের ভিত্তিতে ২০৩০ সাল পর্যন্ত আসন্ন ম্যাকবুক ও আইপ্যাড মডেলগুলোর আত্মপ্রকাশের একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে। সে সূচি অনুযায়ী, অ্যাপলের প্রথম ওএলইডি স্ক্রিনযুক্ত কম্পিউটারটি একটি ম্যাকবুক প্রো মডেল হবে, যা ২০২৬ সালে বাজারে আসতে পারে।
ম্যাকবুক প্রো মডেলটি ১৪ দশমিক ৩ ইঞ্চি ও ১৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের আকারে পাওয়া যাবে। এতে একটি হাইব্রিড ওএলইডি স্ক্রিন ব্যবহার হবে। বর্তমান প্রজন্মের মডেলে ব্যবহৃত মিনিইএলইডি ডিসপ্লের বিপরীতে, ২০২৬ সালের ম্যাকবুক প্রো মডেলে ডিসপ্লে নচ থাকবে না। তবে আইফোন ১৫ মডেলের মতো ডায়নামিক আইল্যান্ড প্রযুক্তি এতে থাকবে কিনা, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফাঁস হওয়া সময়সূচি অনুযায়ী, ম্যাকবুক এয়ার মডেলও ২০২৭ সালে ওএলইডি স্ক্রিন দিয়ে আপগ্রেড হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।