বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের আপডেটেড সংস্করণ চালু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আর এতে যোগ করা হয়েছে বেশ কিছু নতুন নিরাপত্তা ফিচার।
আইফোনে ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখার লক্ষ্যে অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ নামের বিশেষ সুবিধা এনেছে অ্যাপল।
এ সুবিধার ফলে ব্যবহারকারীর আইফোন চুরি হলেও তার ফোন বা আইক্লাউডে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংক বা ইমেইল আইডি’তে প্রবেশের সুযোগ মিলবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ফলে, ফোন চোররা পাসকোড জেনে গেলেও আইফোন ব্যবহারকারীর ফেইস আইডি ও আঙ্গুলের ছাপ ছাড়া তাদের আইডিতে প্রবেশ করতে পারবে না।
আইফোনের অপারেটিং সিস্টেম ১৭.৩ সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধার পাশাপাশি আরেকটি নতুন সুবিধাও যুক্ত হয়েছে। সেটি হল, চুরি করা আইফোনের পাসকোড পরিবর্তনের সুবিধা বন্ধের সুযোগ।
এই সুবিধার ফলে ব্যবহারকারীরা তাদের তথ্যের সুরক্ষায় চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পাশাপাশি এর ফলে ব্যবহারকারীরা তাদের আইফোনের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করতে পারবেন।
আইওএস ১৭.৩ উন্মোচনের ঘোষণায় অ্যাপল বলেছে, আইওএস-এর আপডেট সংস্করণে ব্যবহারকারীর নিরাপত্তা সুবিধার্থে তাদের ফেইস আইডি বা টাচ আইডি দিতে হবে। এজন্য এক ঘণ্টার মধ্যে একটি বায়োমেট্রিক প্রমাণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে এর আগে নিশ্চিত করতে হবে যে, প্রক্রিয়াটি সম্পাদনা করছেন ফোনের মালিক নিজেই।
অ্যাপল আরও বলেছে, আইফোন মালিক যখন নিজ ‘বাড়ি বা কাজের মতো পরিচিত স্থান’ থেকে দূরে থাকবেন, কেবল তখনই প্রমাণীকরণের এই অতিরিক্ত স্তরটির প্রয়োজন পড়ে।
‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধাটি চালু করতে ব্যবহারকারীকে নিজের আইফোনে থাকা সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে, যেখানে ফেইস আইডি ও পাসকোড বাছাই করলে ফিচারটি চালু হয়ে যায়। আর ফিচারটি সম্পর্কে আরও তথ্য জানতে অ্যাপলের ওয়েবসাইট খুঁজে দেখার পরামর্শ দিয়েছে ভার্জ।
এ ছাড়া, আইওএস ১৭.৩ ও ম্যাকওএস ১৪.৩ সোনোমা অপারেটিং সিস্টেমের জন্য উপযোগী মিউজিক প্লেলিস্ট আনছে অ্যাপল, যা ব্যবহারকারীকে বন্ধুদের সঙ্গে অ্যাপল মিউজিক অ্যাপের প্লেলিস্ট শেয়ার করার ও এতে নতুন গান যোগ করার সুযোগ দেবে।
পাশাপাশি, বাছাই করা কয়েকটি হোটেলের টিভি’তে আইওএস ১৭.৩’র মাধ্যমে স্ট্রিমিংয়ের সুবিধা চালু করছে অ্যাপল। কেবল তাই নয়, আইওএস ১৫ ও ১৬’র জন্যেও নতুন আপডেট চালু করার চেষ্টা করছে আইফোন নির্মাতা কোম্পানিটি, যেখানে বিভিন্ন নিরাপত্তা ফিচারও যুক্ত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।