বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অ্যাপল তাদের সবচেয়ে বড় আপডেট আইওএস ১৮ শীঘ্রই নিয়ে আসছে। জুনে কোম্পানিটির ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে এই আপডেটের ঘোষণা বলে জানিয়েছেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তিনি জানান, ‘কোম্পানিটি জানিয়েছে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় আপডেট হতে চলেছে এটি।’
গুরম্যানের প্রতিবেদনে বিস্তারিত তেমন কোনো তথ্যই মিলেনি। তবে মার্ক গুরম্যান জানিয়েছেন সিরিতে আসবে বদল। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নতুন সিরি আরও উন্নত হবে নতুন আপডেটে। মেসেজ অ্যাপ কোনো বাক্য অটো কমপ্লিট করতে পারবে।
তাছাড়া অ্যাপল জানিয়েছে তারা সিস্টেমে জেনারেটিভ এআই যেমন এক্সকোড ব্যবহার করবে। এভাবে ডেভেলপাররা অ্যাপ্লিকেশন দ্রুত লিখতে পারবে। তবে অ্যান্ড্রয়েড থেকে আইওএসে মেসেজ পাঠালে তা ব্লু বাবলেই দেখাবে। এখনও চার মাস বাকি। তবে নতুন কিছু আপডেট এখনই অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।
সূত্র: টেকক্রাঞ্চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।