বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নতুন ধারার আইপ্যাড ‘আইপ্যাড প্রো’ উন্মোচন করল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। আজ মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এটি উন্মোচিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আইপ্যাডে ব্যবহার করা হয়েছে ওলেড প্রযুক্তির ডিসপ্লে। এতে থাকছে ১১ ও ১৩ ইঞ্চির ডিসপ্লে, যা মাত্র ৫ দশমিক ১ মিলিমিটার পুরু। অ্যাপল বলছে, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা পণ্য।
কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়, আইপ্যাড প্রোতে ব্যবহার করা হয়েছে এম৪ চিপসেট। এ ছাড়া, ম্যাজিক কিবোর্ড ও নতুন ডিজাইনের অ্যাপল পেন্সিলও থাকবে এতে। এর সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা। আর পেছনে ১২ মেগাপিক্সেল প্রাইমারি এবং ১০-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেইসাথে রয়েছে একটি লিডার স্ক্যানার।
লিক হল Vivo X100s, X100s Pro এবং X100 Ultra ফোনের দাম, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক
রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালের পর এ আপডেটটি আইপ্যাড লাইনআপে অ্যাপলের প্রথম বড় পরিবর্তন ।
জানা গেছে, সামনের সপ্তাহেই বাজারে পাওয়া যাবে অ্যাপলের নতুন এই আইপ্যাড। তবে, এটি পেতে আজ থেকে করা যাবে প্রি অর্ডার। ১১ ইঞ্চি ডিসপ্লের একটি আইপ্যাড প্রোয়ের দাম পড়বে ৯৯৯ ডলার। অন্যদিকে ১৩ ইঞ্চি ডিসপ্লের কিনতে হলে গুণতে হবে ১ হাজার ২৯৯ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।