বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খানকে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জেফ উইলিয়ামসের কাছ থেকে অপারেশনস প্রধানের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন অ্যাপলের শীর্ষ এই কর্তা। মঙ্গলবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সাবিহ্ খানের নতুন সিওও হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
কে এই সাবিহ্ খান?
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মোরাদাবাদে জন্ম নেওয়া সাবিহ খান বিগত ৩০ বছর ধরে কাজ করছেন অ্যাপলে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে কর্মরত আছেন। অ্যাপলের বিবৃতিতে বলা হয়েছে যে, চলতি মাসের শেষ দিকে তিনি সিওও’র দায়িত্ব বুঝে নেবেন।
১৯৯৫ সালে অ্যাপলের প্রকিউরমেন্ট গ্রুপে যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে যাত্রা শুরু করেন সাবিহ্ খান। এর আগে তিনি জেনারেল ইলেকট্রিক (জিই) প্লাসটিকসে তিনি কাজ করেছেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এবং অন্যতম প্রধান অ্যাকাউন্ট টেকনিক্যাল কর্তা হিসেবে।
সাবিহ্ খানকে সিওও’র পদ ছেড়ে দিলেও জেফ উইলিয়ামস অ্যাপলের যুক্ত থাকছেন অ্যাপলের সাথেই। প্রতিষ্ঠানটির ডিজাইন টিম ও অ্যাপল ওয়াচ বিজনেসের তত্ত্বাবধানে থাকবেন তিনি। অর্থাৎ, পূর্বের মতোই অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক-কে সরাসরি রিপোর্ট করবেন উইলিয়ামস।
তবে চলতি বছরের শেষ দিকে তিনি অবসরে যাচ্ছেন। তাঁর অবসরের পর অ্যাপলের ডিজাইন টিম সরাসরি রিপোর্ট করবে কুকের কাছে।
তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।