জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১ জুলাই। অনলাইনে যা চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন চলবে । আগামী ১২ আগস্ট বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। ১৯ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও তিনি বলেন, ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে সাত কলেজের আসন সংখ্যা যৌক্তিক ভাবে কমিয়ে আনার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সাত কলেজের অত্যধিক শিক্ষার্থী সাত কলেজের ফেলের হার বেশি হওয়ার অন্যতম কারণও বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।