আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক হতে গেলে জমা দিতে হবে আবেদনপত্র, আজব দাবি তুললেন তরুণী। এর আগে কখনো প্রেমে পড়েননি ২৩ বছর বয়সী ভেরা ডিজকম্যানস। তবে এখন সঙ্গীর খোঁজ করছেন নেদারল্যান্ডের বাসিন্দা ভেরা।
ইতোমধ্যেই হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছে ভেরার কাছে। নেদারল্যান্ডের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নিজের এই অভিনব প্রস্তাব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভেরা।
ভালোবাসা খুঁজে পেতে অ্যাপ্লিকেশনের প্রয়োজন কেন হচ্ছে, তা অনেকেই বুঝতে পারছেন না। ভেরা বলেছেন, ‘বুদ্ধিটা একটু আজব হলেও তরুণদের কাছ থেকে আমি ভালোই সাড়া পেয়েছি। ২৪ ঘণ্টায় তিন হাজারটিরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে ভেরার কাছে। ২০২৩-এ একজন ভালো প্রেমিক খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না। ছেলেদের ভালোভাবে বুঝতেই আমি অ্যাপ্লিকেশন নেওয়ার প্রক্রিয়াটি শুরু করেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রতি মাসে তিন লাখ ৬০ হাজার ডলার আয় করেন তরুণী। তার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রেমিক হতে আগ্রহী যুবকদের কাছ থেকে তাদের নাম, ঠিকানা, বয়স, রাশি জানতে চেয়েছেন। এ ছাড়াও, আগে কোনো সম্পর্ক ছিল কি না, তিনি কী কাজ করেন- এই সব তথ্যও জানতে চেয়েছেন ভেরা।
অ্যাপ্লিকেশন ফর্মে কিছু আজব প্রশ্নও করেছেন ভেরা। যেমন, কার্টুন দেখতে পছন্দ করেন কি না, তাও জানতে চেয়েছেন তরুণী। তিনি বলেছেন, ‘আমি স্থায়ী সম্পর্কে যেতে চাই। তাই সব কিছু যাচাই করে নেওয়াই ভালো।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.