জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজসহ স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে (চলতি দায়িত্ব) পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. অনুপ কুমার মজুমদার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের ডা. ধ্রুব দাশ ও মাইক্রোবায়োলজি বিভাগের ডা. প্রেমানন্দ দাশ, ময়মনসিংহ মেডিকেল কলেজে রেজিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডা. মাহমুদা বেগম ও শিশু বিভাগের ডা. মো. জামসেদ আলম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের ডা. মাহমুদ রহিম ও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. মো. জুলফিকার আলী।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।