সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এসব বিচারপতি শপথ গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন সিনিয়র আইনজীবী।
এদিকে নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শ্বশুর। লুৎফর রহমান গণ-অভ্যুত্থানের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সংযোগের বিষয়টি এই নিয়োগকে ঘিরে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।