শুভশ্রীর লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ ঋতাভরী

বিনোদন ডেস্ক : শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে এবার নতুন ছবি বৌদি ক্যান্টিনে। ছবিতে পৌলমীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে ।কলকাতার মেয়ে শেফ আসমা খানের জীবনের উপর তৈরি এই ছবি। ছবিটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পৌলমীর লুকে শুভশ্রীকে দেখা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ঋতাভরী চক্রবর্তী সহ অনন্যারা।

নীল শাড়ি স্লিভ লেস ব্লাউজ, হাতে টিফিনের কৌট যেন পাশের বাড়ির বৌদি। বুধবার সকালে এভাবেই ধরা দিলেন টলিউডের গ্ল্যামারস নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর এই নতুন ছবির শ্যুটিং শুরু হবে আগামী ২০ মে থেকে। ছবিটির নাম ‘বৌদি ক্যান্টিন’। ছবির গল্প কলকাতার মেয়ে শেফ আসমা খানের জীবনের উপর তৈরি এই ছবি। যদিও এই ছবিতে শুভশ্রী নাম পৌলমী। এই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন পরমব্রত।

আসমা খান যাঁর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোরাঁর রয়েছে মালকিন আসমা। যে রাধে সে যে চুল বাঁধে এই প্রবাদই যেন এই ছবির মূল উপজীব্য। একজন নারী যে শুধু রান্না করেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তা এই ছবির মুল গল্প। এই ‘বৌদি ক্যান্টিন’ ছবিটি মূলত একটি নারীকেন্দ্রিক ছবি।

এদিন বৌদি ক্যান্টিন ছবিতে শুভশ্রীর লুকে নিজেই প্রকাশ্যে আনলেন নায়িকা। অভিনেত্রী তাঁর এই লুকের ছবি প্রকাশ করে লেখেন, “পৌলমী আসছে প্রত্যেক মেয়ের মনের কথা নিয়ে।”

এই লুক সামনে আসার পর থেকে অভিনেত্রী লুকের প্রশংসা পঞ্চমুখ ঋতাভরী চক্রবর্তী থেকে অনিন্দিতা রায় চৌধুরীরা। এই ছবিতে শুভশ্রী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবেঅনুসূয়া মজুমদারকে। শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে ‘হাবজি গাবজি’-র পর ফের পরমব্রতর সঙ্গে জুঁটি বাঁধতে চলেছেন শুভশ্রী।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযানের পর এটি পরমব্রতর আগামী ছবি। অভিযান মুক্তির পর থেকে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় পরিচালক পরমব্রতকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে।

অন্যদিকে শুভশ্রীর সামনে বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০২২ সালের মুক্তি পেতে চলেছে রাজের পরিচালিত ছবি ‘ধর্মযুদ্ধ।প্রায় দু-বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে এই ছবি।’পরিণীতা’র ম্যাসিভ হিটের পর শুভশ্রীর সঙ্গেই পর পর কয়েকটি ছবি নিয়ে আসছেন রাজ। শুভশ্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র ও শিলাদিত্য মৌলিক। এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে শিলাদিত্যের বিপরীতে। শুভশ্রীর চরিত্রের নাম মুন্নি। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আম্মি। সেই চরিত্রেই দেখা যাবে প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে।

এখনও মাকে ভয় পান, দেবের গোপন কথা ফাঁস করে দিল রুক্মিনী