জুমবাংলা ডেস্ক : আগে থেকেই গোপনে মোবাইলে ইনস্টল করে দেয়া হয় অ্যাপ। পরে মোবাইল ফোন ব্যবহার করলেই তার সবকিছু দেখতে পায় আরেকজন। এমন অভিযোগে ৫ জনের একটি চক্রের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন চট্টগ্রামের একজন ভুক্তভোগী নারী। আদালত সিআইডিকে বিষয়টি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
মোবাইল একজনের হাতে। তিনি মোবাইল ব্যবহার করার সময় যা করছেন সবকিছু সিসিটিভির মতো দেখতে পাচ্ছেন আরেকজন। মানে তার মোবাইল ব্যবহারের সব ছবি আরেকজন সরাসরি দেখতে পাচ্ছেন। এটি করা হয় আগে থেকে কৌশলে ‘ট্র্যাক ভিউ’ (track view) নামে একটি অ্যাপ ইনস্টল করে। এমন একটি চক্রের হাতে পড়েন রাঙ্গামাটির বাসিন্দা মনিকা আক্তার। অন্তরঙ্গ মুহূর্তসহ নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় সাবেক স্বামীসহ ৫ জনকে আসামি করে সোমবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন মনিকা।
মনিকা বিষয়টি বুঝতে পারেন গত ১১ জুন থেকে। যদিও নানা ভিডিও শেয়ার হচ্ছে এক বছর ধরে। ভয়ংকর বিষয়টি শুনে অবাক বিচারকও। আদালত বিষয়টি তদন্ত করে সিআইডিকে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী কাজী নুসরাত জাহান বলেন, এই ‘ট্র্যাক ভিউ’ নামে অ্যাপটি ইনস্টল করার পর ফোনের মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই অন থাকলেই আপনি তার কন্ট্রোলে!
আরও পড়ুন: টুইটারের গোপন তথ্য ফাঁস করলেন ইলন মাস্ক
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মৌলা মুরাদ বলেন, এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত সবকিছু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ডিজিটাল সিকিউরিটি আইনে এ মামলাটি করা হয়। এ রকম মামলা দেশের ইতিহাসে প্রথম বলে জানান আইনজীবীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।