জুমবাংলা ডেস্ক : এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
Table of Contents
রবিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলপিজির এপ্রিলের দাম
বিইআরসি চেয়ারম্যান জানান, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ৩ মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাস, ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়।
এর আগে, জানুয়ারি মাসের শুরুতেও এলপিজির দাম অপরিবর্তিত ছিল। তবে ১৪ জানুয়ারি ওই মাসেই ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয় ১,৪৫৯ টাকা।
অটোগ্যাসের মূল্য আপডেট
অটোগ্যাসের ক্ষেত্রেও এপ্রিল মাসে মূসকসহ প্রতি লিটার দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৬৬ টাকা ৪১ পয়সা, যা পূর্বের মাস মার্চের সমান। গত ৩ মার্চ দাম বাড়ানো হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।
ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বেড়ে ৬৭ টাকা ৭৪ পয়সা হয়। জানুয়ারির শুরুতে প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল, তবে ১৪ জানুয়ারি ৪৯ পয়সা বাড়িয়ে সেটি ৬৭ টাকা ২৭ পয়সা করা হয় এবং ২২ জানুয়ারি আবার ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়।
সৌদি সিপি অনুযায়ী দাম নির্ধারণ
বিইআরসি জানায়, এপ্রিল মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সৌদি কনট্রাক্ট প্রাইস (CP) প্রতি মেট্রিক টন ৬০৮.৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ধরা হয়েছে ৩৫:৬৫। এই ভিত্তিতে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
২০২৪ সালে দাম ওঠানামার সারসংক্ষেপ
২০২৪ সালে এখন পর্যন্ত ৭ বার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে এবং ৪ বার কমেছে। দাম বেড়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। অন্যদিকে, দাম কমানো হয়েছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম ছিল অপরিবর্তিত। এবারের এপ্রিল মাসেও দাম অপরিবর্তিত রাখা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।