বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এপ্রিলিয়া ইন্ডিয়া ভারতীয় বাজারে এনেছে নতুন স্পোর্টস বাইক Aprilia Tuono 457। এই মোটরসাইকেলটি EICMA 2024-এ বিশ্বব্যাপী চালু করা হয়েছিল। নতুন স্পোর্ট-নেকেড টুনো 457 দেখতে অনেকটা ফেয়ার্ড এপ্রিলিয়া আরএস 457 এর মতো, তবে এর ডিজাইন আগের থেকে কিছুটা আলাদা ৷ হেডলাইটেও পরিবর্তন আনা হয়েছে ৷
মার্চ থেকে বিক্রি শুরু ওলা-র প্রথম ইলেকট্রিক বাইকের
Aprilia Tuono 457-র ইঞ্জিন
নতুন Tuono 457 RS-তে ব্যবহার করা হয়েছে 457cc প্যারালাল-টুইন ইঞ্জিন ৷ যা 47bhp শক্তি এবং 43.5Nm পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ-সহ 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত । Aprilia Tuono 457 মডেলে ব্যবহারকরা হয়েছে একইরকম ইঞ্জিন ৷
Tuono 457-এর ফ্রেম, সাসপেনশন, ব্রেক এবং ইলেকট্রনিক্স স্যুটগুলিও RS থেকে Aprilia Tuono অনেকটাই ফ্যাশনেবল ৷ কোম্পানির অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করলে, এটির লুক আগের থেকে বেশ আলাদা । নতুন Tuono 457-এর সিগনেচার Aprilia ট্রাই-বাল্ব সেটআপের পরিবর্তে দু’টি নতুন LED হেডলাইট ব্যবহার করা হয়েছে । যা দিনেরবেলাতেও জ্বলবে ৷
আরেকটি পার্থক্য হল নতুন Aprilia Tuono 457-এ কিছুটা জ্বালানি ট্যাঙ্কের আকারও আগের থেকে ছোট ৷ Tuono 457-এ রয়েছে 12.7-লিটারের ট্যাঙ্ক, আর RS 457-এ 13-লিটারের ট্যাঙ্ক রয়েছে । তবে, উভয় মোটরসাইকেলের ওজন 175 কেজি ৷
দু’টি ইঞ্জিন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 2025 Vespa
Aprillia Tuono 457 এর বিকল্প রঙ
কোম্পানিটি Aprillia Tuono 457 দু’টি বিকল্প রঙে বাজারে এনেছে ৷ যার মধ্যে রয়েছে লাল-কালো এবং সাদা-ধূসর রঙের বিকল্প। ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ এখন যারা বুকিং করবেন তাঁরা আগেই পেয়ে যাবেন ৷ মার্চ মাস থেকে বুকিং শুরু হবে এই বাইকের ৷ বাইকটির দাম শুরু হচ্ছে 3.95 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে ৷ যা RS 457 মডেলের থেকে 25,000 টাকা কম।
Aprilia Tuono 457
সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া ইয়ামাহা এমটি-03 -এর সঙ্গে পাল্লা দেবে এই বাইক ৷ ইয়ামাহা এমটি-03 দাম 3. 50 লক্ষ টাকা । এছাড়াও, এই বাইকটি KTM 390 Duke-এর সঙ্গেও পাল্লা দিতে পারবে ৷ এই মডেলের এক্স-শোরুম দাম 2.95 লক্ষ টাকা ৷ তবে, টুইন-সিলিন্ডার ইয়ামাহা এবং এপ্রিলিয়ার তুলনায়, বাজাজ-এর KTM সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।