একটি ডিএসএলআর ক্যামেরা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে তার লেন্স আরো বেশি গুরুত্বপূর্ণ। ক্যাননের নতুন APS-C ক্যামেরার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।
canon যাতে কম দামে কাস্টমারদের কাছে লেন্স দিতে পারে এজন্য অনেক ফিচার অনুপস্থিত থাকছে। ক্যাননের উচিত হবে প্রাইসের কথা না ভেবে কোয়ালিটি সম্পন্ন লেন্স নিয়ে আসা। কয়েক বছর আগেই ক্যাননের 17 থেকে 55 মিলিমিটারের একটি লেন্স ছিল যার অ্যাপাচার ২.৮।
আরএফ মাউন্ট লেন্সের ক্ষেত্রে তারা যে পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছিল একই ধরনের ট্রিটমেন্ট আরএফএম লেন্সের ক্ষেত্রেও দেখানো উচিত। ক্যানন eos r7 ক্যামেরাটি পরীক্ষা করে দেখা যায় এটির সাথে লেন্স ডিজাইনার সামঞ্জস্য এর অভাব রয়েছে।
Weather Resistance ফিচার থাকবে এ ধরনের ভালো মানের লেন্স canon বাজারের নিয়ে আসতে চায় না। তবে ক্যানন এর eos r7 ক্যামেরাটি বেশ টেকসই এবং আবহাওয়া প্রতিরোধ ফিচার এখানে অন্তর্ভুক্ত আছে।
APS-C ক্যামেরার ফিচারের ক্ষেত্রে তাদের আরো গুরুত্ব সহকারে ভাবা উচিত। এই ক্যামেরাটি বাজারে একেবারেই নতুন। ফুল-ফ্রেম লেন্সের সাপোর্ট এখানে রয়েছে। সনির উচিত হবে অ্যাপাচার ২ বিশিষ্ট জুম লেন্স ও অ্যাপাচার ১.৭ বিশিষ্ট জুম লেন্স বাজারে নিয়ে আসা। পাশাপাশি এপাচার ২.৮ বিশিষ্ট জুম লেন্স নিয়ে আসা যেখানে বড় পরিসরে ছবি তুলতে সক্ষম হবে।
পরীক্ষা করে দেখা যায় যে এপাচার ২.৮ এর লেন্স ক্যানন APS-C ক্যামেরার সাথে পুরোপুরি মানানসই হচ্ছে না। ছবির ডেপথ অফ ফিল্ডে সমস্যা দেখা গেছে। যারা কনটেন্ট তৈরি করে তাদের দ্রুততম জুম লেন্স প্রয়োজন। canon এটি করতে পারলে সে অনেক কাস্টমার নিজেদের করে নিতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।