বিনোদন ডেস্ক : সম্প্রতি নাগরিক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী (প্রাক্তন) শবনম বুবলীকে তিনি ঘৃণা করেন। কয়েক ঘণ্টা না যেতেই সেই মন্তব্যের মোক্ষম জবাব দিয়ে দিলেন বুবলী।
বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে এই নায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুই লাইনের একটি প্রবাদ শেয়ার করেছেন। লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’
পোস্টে বুবলী কারও নাম উল্লেখ করেননি। কিন্তু এই পোস্টের মন্তব্যের ঘরে অধিকাংশ নেটবাসীর একটাই মন্তব্য, ‘সতীন’ অপু বিশ্বাসকেই ‘কুকুর’ সম্মোধন করে প্রবাদটি শেয়ার করেছেন একসময়ের সংবাদপাঠিকা শবনম বুবলী।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার ঠান্ডা লড়াইয়ের কথা কারও অজানা নয়। একসময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একে অন্যকে উদ্দেশ্য করে বিস্ফোরক পোস্ট দিতেন। ক্ষোভ উগরে দিতেন সাক্ষাৎকারে গিয়ে।
যদিও গত দুই বছরে সেই চিত্র কিছুটা হলেও পাল্টে গিয়েছিল। এই সময় তারা একে অন্যকে উদ্দেশ্য করে কোনো বিরূপ মন্তব্য করেননি। তবে মাঝারি বিরতি দিয়ে দুই সতীনের সেই সাইবার যুদ্ধ আবার পুরোদমে শুরু হলো বলে মন্তব্য সবার।
সম্প্রতি নাগরিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, যাকে তার পছন্দ না, তার ছায়াও তিনি মাড়ান না। সব সময় তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন। সে যে-ই হোক।
এই কথার সূত্র ধরে উপস্থাপক অপুকে প্রশ্ন করেন, তুমি যেমন জয়ের মা, তেমন বীরের মা আরেকজন আছে, আমি বুবলীর কথা বলছি। তুমি কি তাকেও এড়িয়ে চলো? সে যখন তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তুমি কি তার কাউন্টার দিতে পছন্দ করো?
এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আসলে ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি। এই এক বাক্যে একটি কথা, দ্যাটস ইট। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে।’
অভিনেত্রী এও বলেন, ‘আমি জানি এই ওয়ার্ডটা (ঘৃণা) প্রচুর ভাইরাল হবে। তাতে আমার কিছুই যায়-আসে না। আমার আসলে তাকে নিয়ে মন্তব্য, জ্ঞান্তব্য করার সময়ই নেই। এক বাক্যে শুধু একটা কথাই বলতে চাই, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেইট’ বললে হয়তো ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি।’
নেটবাসীর ধারণা, অপু বিশ্বাসের এই মন্তব্যেরই জবাব দিয়েছেন বুবলী। এই নায়িকাকে শাকিব খান বিয়ে করেন ২০১৮ সালের ২০ জুলাই। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের। দেশ ছেড়ে লাপাত্তা হয়ে সুদূর আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন বুবলী।
শাকিবের সঙ্গে বুবলীর বিয়ের খবরও ছিল গোপন। সবকিছু নায়িকা প্রকাশ করেন গত বছরের ৩০ সেপ্টেম্বর। এর কয়েক দিন পরই শাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে জানান, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক আর নেই।
এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিব খানের বিয়ে হয় গোপনে। ২০১৬ সালে কলকাতায় বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মও হয় গোপনে। এসব খবর অপু ফাঁস করেন ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে।
ইস.রাইল-হামা.স সংঘা.ত, বাইডেন কি আরব ও মুসলিম আমেরিকানদের সমর্থন পাবেন
এর ৬ মাস পরই অপুকে তালাকনামা পাঠান শাকিব। পরবর্তী ৯০ দিনে কোনো মীমাংসা না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সেই তালাক আইনগতভাবে কার্যকর হয়ে যায়। ওই বছরেরই জুলাইতে শাকিবের সংসারে এন্ট্রি নেন বুবলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।