বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা সজল এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানের উপস্থাপিকা সজলকে প্রশ্ন করেন, “আপনি কবে বিয়ে করবেন?” উত্তরে সজল হেসে বলেন, “দেখা যাক, কবে করি।”
এই প্রসঙ্গে পাশে থাকা অপু বিশ্বাস মজার ছলে বলেন, “এখন আমি আমার ছেলের বিয়ে নিয়ে চিন্তা করছি।” আর তুমি কবে করবে আমি জানিনা,তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।
উল্লেখ্য, অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়ের বিষয়ে প্রায়ই কথা বলেন এবং তিনি মায়ের দায়িত্বে বেশ মনোযোগী। অন্যদিকে, সজল এখনও ব্যাচেলর জীবন উপভোগ করছেন। দর্শকরা অবশ্য দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আগ্রহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।