বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস একটা সময় রাজত্ব করেছেন ঢালিউডে। সেই রাজ্যের নায়ক ছিলেন তারই জীবনের নায়ক শাকিব খান। তবে অনেকটা সময় পেরিয়ে গেলে এখন সবকিছু যেন হিসেব করেই চলে। এবার তাকে দু হাত তুলে মুক্তি চাইতে দেখা গেছে।
ঈদের দিন দুপুরের পর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিবের বোন, বোনজামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা শাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়াদাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপুকে দু হাত তুলে আল্লাহর কাছে মুক্তি চাইতে দেখা গেছে। সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়, পরী-বুবলীর কয়েকদিনের ঘটে যাওয়া ঝগড়া তিনি দেখেছেন কিনা? এটাকে তিনি কীভাবে দেখেন? অপু বলেন, ‘আমি যখন প্রথমবার আমার ছেলেকে নিয়ে টিভিতে আসি কথা বলতে তখন বুবলী বলেছিল, এটা প্রফেশনাল নাকি ইমোশনাল। আমি চুপ থেকেছি বলে সবাই চুপ থাকবে এমনতো নয়। পরীর মনে হয়েছে ও কথা বলেছে।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘এখন মিডিয়ায় কিছু হলেই পরিবারও তেড়ে আসে ঝগড়া করতে, এটা কেমন কথা? আমাদেরও তো কত আত্মীয়-স্বজন আছে, কই তারাতো কোনো কিছুতে আসে না। তারা বলে তোমরা নায়িকা মানুষ কত কথায় হবে, তোমাদেরটা তোমরা সামলাও। আবার দেখেন শাকিব খানের পরিবারের কেউ কখনও ক্যামেরার সামনে কথা বলেন না। কারণ তাদের এসব করে টাকার দরকার নেই। সস্তা ভিউয়ের জন্য তারা এসব করেন না।’
এসব থেকে দু হাত তুলে আল্লাহর কাছে মুক্তি চাইলেন অপু বিশ্বাস। তিনি বিরক্ত, অতিষ্ট হয়ে গেছেন এসব দেখতে দেখতে এমনটাই বললেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।