হঠাৎ করে রাতে ফতুল্লা থানায় অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এলেন ঢালিউড কুইন খ্যাত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস

শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। কিছুটা সময় থেকে ৯টার দিকে চলে যান। এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিই। সেই সুবাদে পরিচয়। আজ তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। তাই আমার সঙ্গে দেখা করে গেলেন।’

আমি এখনও পুরুষদের ভয় পাই : সাবা

কোনো আইনগত বিষয়ে কথা বলতে এসেছিলেন কিনা জানতে চাইলে ওসি জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে না জানিয়ে অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন।