গর্বের সঙ্গে ছেলে জয়ের সাফল্যের কথা জানালেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গর্বের সঙ্গে ছেলের সাফল্যের কথা জানালেন মা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস

পড়াশোনায় জয়ের অগ্রগতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে পিকেজি ওয়ানে পড়ছে। এ বছর সে খুব ভালো রেজাল্ট করেছে।

তিনি আরও বলেন, স্কুল থেকে জয়কে নিয়ে খুব ভালো কথা বলে। অন্যান্য অভিভাবকদের মধ্যে আমাকে যখন বিশেষভাবে ডেকে বলে, একাডেমিকভাবে জয় বেশ ভালো করছে। তখন নিজেকে মা হিসেবে খুব গর্ববোধ হয়। আনন্দে চোখে পানি চলে আসে। যেহেতু আমি নায়িকা, তাই আড়ালে গিয়ে চোখটা মুছি। খুব ভালো লাগে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেক মা-ই আমার সঙ্গে একমত হবেন।

ছেলের সঙ্গে বোঝাপড়া প্রসঙ্গে নায়িকার ভাষ্য, জয় আমার খুব ভালো একজন বন্ধু। পাশাপাশি আমার বাবা-মা দুটোই। মাঝে মাঝে যখন অসুস্থ হই, একটু মাথা ব্যথা করে- তখন দেখি সে (জয়) আমার মাথা টিপে দিচ্ছে। তবে মাঝে মাঝে তাকে দিয়ে আমি একটি কাজ করাই। সেটা তার পরিবারের লোকেরাও জানেন। আমি ওকে ঘর গোছাতে দিই। বিছানা ঝাড়ু হাতে দিয়ে বলি, বিছানা ঝাড়ো। সে খুব সুন্দর করে বিছানা ঝাড়ু দিতে পারে। এটা দেখে খুব মজা পাই। জয়ের মধ্যে আমি আমার বাবা-মাকে খুঁজে পাই।

বিয়ে না করলেও বাবা হতে চান সালমান খান!