‘আপু’ বলায় চটেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলা অবস্থায় রাত ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।
ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, এক্ষুনি শেষ হয়ে যাবে আপু। ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও।
ইউএনও পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর ইউএনও বলেন, ‘যারা অনুমতিসহ আমাকে দাওয়াত দিতে এসেছিলেন তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা বলেছিলেন।’
ইউএনওর এমন কঠোর মনোভাবের জন্য মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করবেন বলে জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ইউএনও’র এমন আচরণকে অনেকে অহমিকা হিসেবে দেখছেন।
রয়েল ফুটবল একাডেমি সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, ‘আমি অত্যন্ত সম্মান প্রদর্শনের জায়গা থেকেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলাম, কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।’
সৌদি আরবের নতুন রেকর্ড, চার খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি সামান্য ক্ষুব্ধ হয়েছিলাম। ‘আপু’ বলায় রাগ করিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


