ব্যক্তিগত জীবনের নানা গল্প শোনাবেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঈদকে সামনে রেখে নানান অনুষ্ঠানের আয়োজন করছে দেশের টিভি চ্যানেলগুলো। তারকারাও হাসিমুখে এসব আয়োজনে হাজির হচ্ছেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অংশ নিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের একটি বিশেষ ঈদ আড্ডায়।

এই অনুষ্ঠানে তার আরও অংশ নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প।

অনুষ্ঠানটি উপস্থাপনায় নুসরাত জান্নাত রুহী। প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। বিটিভিতে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে এটি।

কিয়ারার স্বচ্ছ পোশাকের নিচে ওটা কী? ভিডিও ভাইরাল