অপু ও বুবলী কেউই সেই সুযোগ দেয়নি : শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান ও বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর তাদের বিচ্ছেদের খবরও আসে বেশ কয়েকটি গণমাধ্যমে। যদিও সেই বিচ্ছেদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন বুবলী। বলেছেন, বিচ্ছেদের মত তো কিছুই হয়নি। তাদের মধ্যে নিয়মিতই যোগাযোগ হয়।

শাকিব খান

এদিকে তাদের বিচ্ছেদ ইস্যুতে এক সাক্ষাৎকারে শাকিব খান গণমাধ্যমে বললেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভাণ করে আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব?’

জীবনে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চান না শাকিব খান। ভুল মানুষগুলোকে নিজের পাশে একেবারেই রাখতে চান না বলেও মন্তব্য তার। শাকিব বলেন, ‘জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব। ‘

শাকিব খানের ভাষ্য তিনি তাদের সন্তান শেহজাদ খান বীরের মুখের দিকে তাকিয়ে অনেক সত্য গোপন করে রাখছেন। বাচ্চার মনে যেনো কোনো বাজে প্রতিক্রিয়া না পড়ে সে জন্য সত্যগুলো গোপন করা তার।

শাকিব বলেন, ‘অনেক সত্য চাইলেই বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে প্রকাশ করতে পারি না। কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক। ‘

প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয় বলেই মনে করেন ঢাকাই ছবির এই নায়ক। বললেন, আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাঁদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?

শাকিব বলেন, আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না। কোথায়, আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তাঁরা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।

এ বছরের ৩ সেপ্টেম্বর গণমাধ্যমের সামনে বুবলী তার সন্তানের ছবি প্রকাশ করে জানান আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর। পরে বুবলী আরও জানান ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাদের বিয়ে হয়।

মাংসের জন্য পৃথিবীর সেরা বেলজিয়ান ব্লু জাতের গরু

এর আগে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। সে ঘরে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান রয়েছে। অনেক জলঘোলার পর ২০১৭ সালের ২২ নভেম্বর অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।