অপু ও দীঘি কেন বউ সাজলেন

অপু ও দীঘি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। অপুর সঙ্গে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন দীঘি। কিন্তু এখন নায়িকা হিসেবেই বেশ দর্শকপ্রিয়। এবার দুই নায়িকাকে একসঙ্গে বউ সাজতে দেখা গেছে।

অপু ও দীঘি

গ্রামীণ বিউটি পার্লারের ফটোশুটের জন্য বউ সেজেছেন তারা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস ও দীঘি।

সম্প্রতিই গ্রামীণ বিউটি পার্লারের এই ফটোশুট করেন দুজনে। অপু বিশ্বাসের সঙ্গে গ্রামীণ বিউটি পার্লারের সম্পর্ক দীর্ঘদিনের। এই বিউটি স্যালনের কর্ণধার চায়না রহমানের মেকআপ পছন্দ করেন অপু।

কোন জিনিস ভিতরে যাওয়ার সময় শক্ত থাকে, আর বেরিয়ে আসার সময় নরম হয়ে যায়

কোরিওগ্রাফার গৌতম সাহা অনেকদিন পরেই অপু ও দীঘির সঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে। দারুণ শুট হয়েছে। আর গ্রামীণ বিউটি পার্লারের মেকআপ আগে থেকেই প্রশংসার জায়গাতে রয়েছে।