বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এদেশে বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কাজ করলেন ওপার বাংলার সিনেমা ‘চালচিত্র’-এ। প্রতিম ডি গুপ্তের এ ছবির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করলেন অভিনেতা।
২০ ডিসেম্বর অর্থাৎ আজই মুক্তি পেয়েছে ছবিটি। কথা ছিল, মুক্তির দিন কলকাতায় যাবেন অপূর্ব। কিন্তু নাহ, তা আর হল কই! পশ্চিমবঙ্গের গণমাধ্যমের মতে, ভারতের ভিসা পাওয়া সত্ত্বেও সেদেশে যেতে পারলেন না তিনি।
তাদের মতে, বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে। বর্তমান পরিস্থিতির কারণে সেদেশের বহু অভিনেতাই ওপার বাংলায় যেতে পারছেন না। এই মুহূর্তে তাঁদেরই মধ্যে একজন হলেন অপূর্ব। বিষয়টি নিয়ে তার মুঠোফোনে যোগযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে চালচিত্র ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও ট্রেলার থেকে পোস্টার, হল লিস্ট সবই নিজের ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে চলেছেন অভিনেতা।
প্রসঙ্গত, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরই মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ (১৫ আগস্ট)। তবে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেও ছবি মুক্তির সময় সে দেশে যেতে পারেননি চঞ্চল। আর এবার অপূর্বও আসতে পারলেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।