বিনোদন ডেস্ক : হঠাৎ অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তার সাজ নববধূর। প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও এক সময় বুঝতে পরে মেয়েটি আসলেই বিপদে পড়েছে।
নানা ঘটনার পর সারিকার স্থান হয় অপূর্বর বাসায়। তার মা মনে করেন, ছেলে পালিয়ে বিয়ে করেছে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘পালিয়ে বিয়ে’।
গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। আরও আছেন মনিরা মিঠুসহ অনেকে।
নির্মাতা বি ইউ শুভ বলেন, ‘মানুষ যে ধরনের গল্প উপভোগ করেন, এটা তেমনই একটি কাজ। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
তিনি জানান, ‘পালিয়ে বিয়ে’ প্রচার হবে এনটিভির ঈদ আয়োজনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।