বিনোদন ডেস্ক : ‘কারার ওই লৌহ কপাট’ গান নিয়ে বিতর্কের পর সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের আনাগোনা তুলনামূলক কম দেখা যায়। যখন তাকে নিয়ে তুমুল বিতর্ক চলছিল তখন পুরোপুরি চুপ ছিলেন তিনি। দেননি কোনো প্রতিক্রিয়া।

সেসব এখন অতীত। এবার এ আর রহমান যা করলেন, তা দেখে ভক্তরা রীতিমতো হতবাক। তাই তো কেউ কেউ বলছেন, অসাধ্য সাধন করেছেন অস্কারজয়ী সুরকার।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে এ আর রহমান এআই প্রযুক্তির সহায়তায় প্রয়াত দুই শিল্পীর কণ্ঠ ব্যবহারের কথা জানান। তিনি লেখেন, ‘লাল সেলাম ছবিতে প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করেছি তাদের পরিবার থেকে অনুমতি নিয়ে। উপযুক্ত সম্মানিও দেওয়া হয়েছে তাদের কণ্ঠ ব্যবহারের জন্য।’
https://twitter.com/arrahman/status/1751980004206862403?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751980004206862403%7Ctwgr%5E9bac9b57eced437ad0112f5c30dd42d4fa225d5a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Far-rahman-has-used-ai-to-recreate-late-bamba-bakya-and-shahul-hameed-voices-in-his-new-song-for-lal-salaam%2F
এই সুরকার আরও লেখেন, ‘প্রযুক্তি কখনোই বিপদ ডেকে আনে না। কীভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটা জানা খুব দরকার।’
প্রসঙ্গত, ‘লাল সেলাম’ সিনেমার হাত ধরেই ফের পরিচালকের আসনে ঐশ্বর্য রজনীকান্ত। এক ক্যামিও চরিত্রের জন্য বাবা রজনীকান্তকে কাস্ট করেছেন তিনি। সেই ছবির পোস্টার যদিও আগেই মুক্তি পেয়েছে। এই ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



