বিনোদন ডেস্ক : যুক্তরাজ্য-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘লায়নেস’ দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক করতে যাচ্ছেন এ আর রহমানের কন্যা খাতিজা রহমান। বুধবার (২২ নভেম্বর) নির্মাতারা এই ঘোষণা করেছেন। ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি) এবং যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) প্রযোজিত সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন কাজরি বাব্বর।
আন্তর্জাতিক অভিষেক সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে খাতিজা বলেন, “লায়নেস-এর অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত এবং সম্মানিত।
আমি চলচ্চিত্রটির মূল্যবোধের সাথে গভীরভাবে যুক্ত হয়েছি যখন আমি এর আকর্ষণীয় গল্প শুনেছি। আমাদের আকাঙ্ক্ষা হল প্রিন্সেস সোফিয়ার সংগ্রামের গল্পটির দীর্ঘমেয়াদী স্বীকৃতি নিশ্চিত করা যা এটি প্রাপ্য।”
‘লায়নেস’-এ মুল ভূমিকায় অভিনয় করছেন পেজ সান্ধু এবং অদিতি রাও হায়দারি। চলমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় পরিচালক কাজরি বাব্বর সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন।
এক শতাব্দীর ব্যবধানে ইংল্যান্ডে বসবাসকারী দুই পাঞ্জাবি নারীর গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘লায়নেস’। প্রথম গল্পটি মহারাজা রঞ্জিত সিংয়ের নাতনি, পাঞ্জাবের রাজকুমারী এবং যুক্তরাজ্যে ভোটাধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী সোফিয়া দুলিপ সিংকে ঘিরে আবর্তিত হয়েছে। এই ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ-এশীয় অভিনেত্রী পেইজ সান্ধু। দ্বিতীয় গল্পটি একটি কাল্পনিক চরিত্র, যা সিমরনজিৎ কৌরকে পরিচয় করিয়ে দেয় যিনি সাউথহলে ১৯৯০-এর দশকে বসবাস করেন।
এই চরিত্রে অভিনয় করছেন অদিতি হায়দারি।
খাতিজা ২০২০ সালে তার একক অ্যালবাম ‘ফারিশটন’ দিয়ে সংগীত শিল্পে প্রবেশ করেন। এটি তার বাবা এ আর রহমান কম্পোজ করেছেন। সম্প্রতি তেলেগু চলচ্চিত্র ‘মিনমিনি’তে সুরকারের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার আন্তর্জাতিক অঙ্গনে সংগীতের দায়িত্ব নিলেন রহমান কন্যা।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।