খেলাধুলা ডেস্ক : ২০ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর পাকিস্তানে গিয়ে স্বাগতিক দল ছাড়াও নিউজিল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরে খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ের ময়দানে ক্রিকেট লড়াইয়ে নামার আগেও ময়দানেই আছে নাজমুল হোসেন শান্তর দল! টাইগাররা উঠেছে দুবাইয়ের অভিজাত হোটেল ‘দ্য ময়দান’-এ।
২০ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর পাকিস্তানে গিয়ে স্বাগতিক দল ছাড়াও নিউজিল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। এই আসরের প্রস্তুতি নিতে পাঁচদিন আগেই দুবাই পৌঁছেছে লাল-সবুজ জার্সিধারীরা। দলটির সঙ্গে আছেন অন্যতম নির্বাচক ও সাবেক কৃতী স্পিন বোলার আব্দুর রাজ্জাক।
আপাতত ৫ দিন শুধুই অনুশীলন। এরপর মাঠের লড়াই। টিম হোটেল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন শান্ত ও মিরাজরা। এর পাশেই ম্যাচের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
অবশ্য মূল ম্যাচের আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের (পাকিস্তান-এ দল) বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই রাওয়ালপিন্ডিতে। ৮ দলের এই আসরের ফাইনাল আগামী ৯ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।