আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে রবিবার একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দু’জনের প্রাণহানি হয়েছে, আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানায়।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, ‘জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হলে পাইলট এবং কো-পাইলট উভয়েই নিহত হয়েছে।’ মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত দু’জন ভারতীয় ও পাকিস্তানের নাগরিক। উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে।’
এতে আরো বলা হয়, ‘প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছিল এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। উদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও উভয় যাত্রীই মারা গেছে।
আমিরাতের সাতটি রাজ্যের অন্যতম রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত। -বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।